ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের যে সংকট, তা অত্যন্ত গভীর। এই সংকট শুধু একটি নির্বাচনে নয়, একটি দলের নয়, এটি গোটা জাতির সংকট। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ ও ধ্বংস করে দেওয়া হয়েছে।
ফখরুল ইসলাম বলেন, ‘সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী মামলায় জর্জরিত। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটি, যারা বিএনপির রাজনীতি করে, এই রাজনীতির চিন্তা ধারণ করে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু এই রাজনীতি সাধারণ মানুষ করে। বিএনপির শক্তি কোথায়? বিএনপির শক্তি সাধারণ মানুষের কাছে।’ তিনি বলেন, ‘আমরা বারবার লক্ষ করেছি, বিএনপিকে যত ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়, বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। কারণ, এই রাজনীতি মানুষের অন্তরে গেঁথে আছে।’
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, যতই অত্যাচার–নির্যাতন-নিপীড়ন আসুক, বিএনপির রাজনীতিকে ধারণ করে এর পতাকাকে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যাব।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মির্জা বলেন, তারেক রহমান সম্পর্কে অযথা উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘মিথ্যা প্রচারণা’ চালানো হচ্ছে। অথচ আজ পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলাও তারা প্রমাণ করতে পারেনি। যে বিচারক তাঁকে মুক্তি দিয়েছিলেন, তাঁকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মীর হেলাল প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech