বিএনপি সরকারবিরোধী উস্কানি দিচ্ছে : হানিফ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

বিএনপি সরকারবিরোধী উস্কানি দিচ্ছে : হানিফ

ডেস্ক প্রতিবেদন
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ছোটখাট ইস্যুতে বিএনপি উস্কানি দিচ্ছে। সড়ক দুর্ঘটনায় ছাত্র আন্দোলনে বিএনপি সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। এসব উস্কানি দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে আরো দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুলের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে এতিমের টাকা আত্মসাৎতের অভিযোগে নেত্রীর দন্ডিত হওয়ার কারণে দল থেকে বহু আগেই পদত্যাগ অথবা দুর্নীতির কারণে দল থেকে দুর্নীতিবাজ খালেদা জিয়াকে তাদের অপসারণ করা উচিৎ ছিল।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর