ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
ক্রাইস্টচার্চের ঘটনা পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পরিবারকে বেশি সময় দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ফাঁকে এবার পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।
কিছুদিন আগে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন সাব্বির রহমান। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের তিন ‘ম’। তারা হলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। তিন তারকার বিয়ে নিয়ে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা।
সবার আগে মিরাজ :
বয়সে বাকি দুইজনের চেয়ে কিছুটা ছোট হলেও আগে বিয়ে করছেন মিরাজ। আজই বিয়ে করছেন টাইগার এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ দেশে ফিরে আক্দটা সেরে ফেলার কথা জানিয়েছিলেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরেই অপেক্ষায় থাকলেও বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতির সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’
কালকে বিয়ে মুস্তাফিজের :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড থেকে ঢাকা ফিরে বিয়ের জন্য কেনাকাটা করে গ্রামে গেছেন এ কাটারমাস্টার। কনে শিমু মুস্তাফিজের মামাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মুস্তাফিজের বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার বড় ভাই মোখলেসুর রহমান পল্টু বলেন, ‘শুক্রবার আকদ হবে। কেবলমাত্র খুব কাছের কিছু মানুষকে নিয়ে এ ঘরোয়া পরিবেশে আকদ আয়োজন করবো। পরে বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’
মুমিনুলের বিয়ে ১৯ এপ্রিল :
বিয়ের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। তবে আনুষ্ঠানিক তারিখটা গতকাল জানিয়েছেন তিনি। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech