মাছ লুটপাটের মামলায় নির্দোষিদের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

মাছ লুটপাটের মামলায় নির্দোষিদের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

গাঙিনা খাটিয়া জলমহাল (জিলকা)’র হাওরের মাছ লুটপাটের মামলা থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নির্দোষ ব্যক্তিদের উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের নেতৃত্বে দুশতাধিক ভুক্তভোগিদের উপস্থিতিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিঃ জেলা প্রশাসক।

এসময় চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, জিলকার হাওর কোথায় তাও এই ভুক্তভোগিরা বলতে পারবে না। যারা এখানে উপস্থিত রয়েছে তারা মাছ ধরতে যায়নি, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা এদের নাম মামলা থেকে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদিআরব এর সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম মুন্সি, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ফারুক আহমেদ, হাটখোলা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি কামরান আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর