ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনী প্রধানকে ‘পঞ্চম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান
সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিণের মাধ্যমে দতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এজন্য প্রস্তুত থাকার জন্য রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমরা সবাই মিলে এ রেজিমেন্টের অগ্রযাত্রাকে আরও বেগবান এবং আধুনিকতায় সম্পৃক্ত করার সকল প্রচেষ্টা চালিয়ে যাব।’
এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প থেকে সেনাপ্রধানকে ‘পঞ্চম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’- এ পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল আজিজ আহমেদই প্রথম জেনারেল যিনি একাধারে পৃথক চারটি রেজিমেন্ট কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech