ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জনগণের জন্য নেওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ তুলে ধরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ১ দিনের দেশব্যাপী ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিনব্যাপি এ আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন, অর্জন ও কার্যক্রমের ভিডিও প্রদর্শনসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলাগুলোর প্রশাসনিক উদ্যোগে বর্নাঢ্য র্যালি বের করা হয়। এসব র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত মেলায় প্রধান মন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি কিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ, বিকাশ ও পরিবেশ সুরক্ষার সাফল্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার কথার চেয়ে কাজ বেশি করে বলে মানুষ শেখ হাসিনার উপর শতভাগ আস্থাশীল। এর প্রধানতম কারণ হলো, গত ১০ বছরে আওয়ামী লীগ দেশকে যেভাবে বদলে দিয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে এভাবে কেউ দেশকে বদলাতে পারেনি। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেই সরকার আজ উন্নয়ন মেলা করতে পারছে। এর আগে এভাবে কেউ উন্নয়ন মেলা করতে পারে নাই। কারণ, সেই পরিমাণ উন্নয়ন কোন সরকার করতে পারে নাই। সুতরাং, এই উন্নয়ন-অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় এবং দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩য় বারের মতো ক্ষমতায় রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশ বদলে যাওয়া, মানুষের জীবনমানের পরিবর্তন হওয়া, আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
সিলেট সদর উপজেলা :
সিলেট সদর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শাহপরান গেট প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা বেগম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইর্শাদ আলী, আওয়ামী লীগ নেতা এসএম সায়েস্তা তালুকদার প্রমুখ। মেলায় মোট ১৬টি স্টল অংশগ্রহণ করে। এছাড়া আলোচনা অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত’র তত্ত্বাবধানে ও আবু বকর আল আমিনের সঞ্চালনায় শিল্পিরা নাচ-গান পরিবেশন করেন।
কানাইঘাট উপজেলা :
সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধিজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলাতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজংয়ের উপস্থাপনায় সরকারের নানা মুখী উন্নয়নের চিত্র তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ সরুফুদ্দীন নাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, জেলা যুবলীগ নেতা কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসকাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, কাউন্সিলর মাসুক আহমদ, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, আ’লীগ নেতা আবুল বাশার প্রমুখ।
এছাড়া মেলায় প্রধান মন্ত্রীর ১০টি উদ্যোগ তোলে ধরে সরকারের বিভিন্ন বিভাগের ষ্টল পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সহ বিভিন্ন মহল।
ওসমানীনগর উপজেলা :
ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা উপজেলা পরিষদের সামনে র্যালি, কুইজ প্রতিযোগিতা, দেশীয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপি এ আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন, অর্জন ও কার্যক্রমের ভিডিও প্রদর্শনসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা অংশ নিয়ে সরকারে উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরেন। দুপুরে মেলার স্টল পরিদর্শন করেছেন যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
মেলা উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, ভেটেরিনারী সার্জন ডা. শাহাদাৎ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান হোসেন, প্রেসকাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল, গোয়ালাবাজার ইউপি আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দেব, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech