ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
আফগানদের কাছে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি বোলিং। বোলারদের তোপের মুখে ব্যাট করতে হচ্ছে তাদের। ইতিপূর্বে অল্প সংখ্যক রানের বিপরীতে ৫ উইকেট হারিয়ে প্রায় নাজেহাল আফগান দূর্গ। আজও ব্যাটিং ভালো হচ্ছে না তাদের। ১২৫ রান তুলতেই ৫ উইকেট হারাতে হয়েছে। তবে এই অবস্থা থেকে দলকে টেনে নিচ্ছেন মোহাম্মদ নবি ও নজিবুল্লাহ জর্দান।
বিশ্বকাপে আজ লিডসে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান।
সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জয় পাওয়াটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। তবে, পাকিস্তান যদি আজ হেরে যায় তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। দুই দলেরই এটি অষ্টম ম্যাচ।
সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান। আর সাত ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে আফগানিস্তান। প্রথম ছয় ম্যাচে হেরেই বিদায় নিশ্চিত হয়ে যায় আফগানদের। তাই বাকি তিনটি ম্যাচ তাদের জন্য নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়।
আফগানিস্তান একাদশ: গুলবদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগার আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশীদ খান, হামিদ হাসান, মুজিব উর রহমান।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, শাদব খান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech