জগন্নাথপুরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ১৩

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

জগন্নাথপুরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ১৩

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ৯, মাদক মামলায় ৩ ও পলাতক ১সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই আতিকুল আলম খন্দকার, এসআই আফছার আহমেদসহ পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেন।

এরমধ্যে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাটলি ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামের তারিফ মিয়ার ছেলে আবু মিয়া, মইজপুর গ্রামের আবদুর রউফের ছেলে আবদুল মমিন, মোজাম্মিল আলীর ছেলে রিপন মিয়া, রসুলগঞ্জ বাজার এলাকার মৃত আবদুল মানিকের ছেলে জুয়েল মিয়া, মক্রমপুর বড়বাড়ি গ্রামের আবদুন নুরের ছেলে উজ্জল মিয়া, কামিনীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে সামছুল হক, সামাট গ্রামের মধু মিয়ার ছেলে নুরুল আমিন, ছাতক থানার সমশপুর গ্রামের আকিক মিয়ার ছেলে লাক মিয়া ও দিরাই উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা বর্তমানে পাটলি চক গ্রামের মৃত আবদুল মনিরের ছেলে হারুন মিয়া।

মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে আহমেদুল কবির ওরফে সেমুয়েল, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের কালা মিয়ার ছেলে জিলু মিয়া, জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে রফিকুল ইসলাম ও মামলায় পলাতক আসামী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের ছোবা মিয়ার ছেলে তোফায়েল আহমদ।

গ্রেফতারকৃতদের ৫ জুলাই শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর