ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
দিরাই সংবাদদাতা
আষাঢ়-শ্রাবণ মাসের আবহাওয়ার কখন কি অবস্থা আকাশও হয়তো তা জানে না। এমনাবস্থায় সারাদিন রাস্তায় কাটাতে হয় রিক্সা চালকদের। কখনও রুদ্র তো কখনও বৃষ্টিতে ভিজতে এসকল খেটে খাওয়া মানুষদের। তাদের কথা চিন্তা করে দিরাই থানা পাবলিক গ্রুপে’র এডমিন প্যানেলের উদ্যোমী তরুণারা ক্যাপ ছাতা বিতরণের আয়োজন করে।
১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে রিক্সা চালকদের মধ্যে এ সকল ছাতা বিতরণ কার হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, দিরাই থানার ওসি তদন্ত এবিএম দেলোয়ার হোসেন, প্রবাষক মোস্তাহার মিয়া মেস্তাক, সাংবাদিক জাকারিয়াে হাসেন জোসেফসহ দিরাই থানা পাবলিক গ্রুপে’র সদস্যবৃন্দ।
এডমিন প্যানেলের সদস্য হাফিজ সাব্বির আহমদ বলেন, সাধারণ ছাতার ছেয়ে ক্যাপ ছাতা আকারে ছোট হলেও এর সুবিদা বেশি। এ ছাতার হাতলের ঝামেলা নেই, রয়েছে মাথায় ব্যাবহারের সহজ সুবিদা। রিক্সা চালানোর সময় চালক যদি এক হাতে ছাতার হাতল ধরে রাখেন তাহলে রিক্সা দুর্ঘটনা ঘটার আশক্সক্ষা থেকে যায়, সেই কথা মাথায় রেখেই ক্যাপ ছাতা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech