সুনামগঞ্জে সংবাদ সম্মেলন : দেশীয় প্রজাতির মাছ সুরক্ষায় কাজ করতে হবে

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

সুনামগঞ্জে সংবাদ সম্মেলন : দেশীয় প্রজাতির মাছ সুরক্ষায় কাজ করতে হবে

সুনামগঞ্জ সংবাদদাতা
মাছ চাষে গড়বো দেশ বঙ্গঁবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি মুনীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই বুধবার বিকেল ৫টায় সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মো. হারুণ অর রশিদের সভাপতিত্বে ও জেলা মৎস্য অফিসার মো. আমিনুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্ল্যাহ,২৮ বর্ডার গার্ড বিজিবি’র সহকারী পরিচালক মাহাবুব আলম,সদর উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ^াস,শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস,সুনামগঞ্জ সাংবাদি;ক ফোরামের সভাপতি ও মহোনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাছুম হেলাল, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন চৌধুরী দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির প্রতিনিধি মো. আব্দুস সালাম, দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মো. ফরিদ মিয়া, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আফজাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি বাবুল মিয়া ও ২৪ ঘণ্টার প্রতিনিধি কেএম শহীদুলসহ প্রমুখ।

বক্তারা বলেন, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জের দেশীয় প্রজাতির মাছগুলোকে সুরক্ষায় কাজ করছে মৎস্য বিভাগ। কিন্তু কালের আবর্তে এবং আইন অমান্য করে কিছু অমৎস্যজীবিরা কোণা জাল দিয়ে রাতের আধাঁরে অনেক দেশীয় সুস্বাদু প্রজাতির পোণামাছ নিধনের ফলে ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে এই মাছগুলো। তাই মৎস্য বিভাগ এই মাছের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য সরকার সপ্তাহব্যাপী এই মৎস্য সপ্তাহের আয়োজন করেছেন। তারা বলেন,মৎস্য বিভাগ একার পক্ষে এই সুনামগঞ্জের বিশাল জলরাশি ও হাওরের মাছ সংরক্ষণে সম্ভব নয় তাই গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সবাইকে আরো বেশী সচেতন হলে দেশীয় প্রজাতির হারিয়ে যাওয়া মাছগুলোর অস্তিত্ব আবারো ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর