দিরাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

দিরাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দিরাই সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিরাই উপজেলা মৎস্য অধিদপ্তর।

১৭ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

বিশ্বজিত দেব বলেন, আমরা হাওরপাড়ের মানুষ, প্রাকৃতিক ভাবে প্রচুর মাছ উৎপন্ন হয় আমাদের হাওর, নদী-নালা জলাশয়ে, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয়, বাংলাদেশ মাছ রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করছে, এটা সত্যই আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়। সারা বিশ্বে প্রাকৃতিক উৎস থেকে মোট ৯০ লক্ষ টন মৎস্য উৎপন্ন হয়। আর বাংলাদেশে উৎপন্ন হয় ১০ লক্ষ টন, বাংলাদেশে যেভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আমরা আশাবাদী কয়েক বছরের মধ্যে আমরা বিশ্বের প্রথম স্থানে পৌঁছে যাব । মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, হাওর পাড়ের মানুষের জীবন জীবিকার আয়ের প্রধান উৎস হচ্ছে ধান এবং মাছ, বর্তমানে উপজেলার ছোট বড় ১হাজার ১শত ৭২টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হচ্ছে। ২০১৭-২০১৮ সালে বাংলদেশে যেমন লক্ষ্য মাত্রার চেয়ে বেশি মাছ উৎপন্ন হ্েয়ছে। তেমনি ভাবে দিরাই উপজেলায়ও লক্ষ্য মাত্রার চেয়ে বেশি মাছ উৎপন্ন হয়েছে, আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৫হাজার ৫শত ৬৬ মেট্রিক টন, উৎপাদন হয়েছে ৭হাজার ১শত ৩৩ মেট্রিক টন। এ সফলতা অর্জন সম্ভব হয়েছে মৎস্য চাষী, মৎসজীবী ও এলাকর সর্বস্তরের মানুষের সহযোগিতায়, আমাদের সফলতা ধরে রাখতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে যাবেন, সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমিন, মৎস্য সম্প্রসারাণ প্রতিনিধি শাহীন মিয়া, মিজানুর রহমান, প্যের কাউন্সিলর এবিএম মাছুম প্রদীপ, ফুজায়েল আহমদ চৌধুরী প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর