ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বার্ষিক পরীা এবং ভর্তি পরীক্ষা শেষ করতে সব বোর্ড, মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সরকারের আন্তমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদফতরের একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে তাদের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা ও নির্দেশনা দিয়েছে ইসি।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘স্কুল ও অন্যান্য শিাপ্রতিষ্ঠান যেহেতু ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, একই সঙ্গে শিকরা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করবেন, এ জন্য ১০ ডিসেম্বরের আগেই সব স্কুলের ক ফ্রি করে দিতে বলা হয়েছে। স্কুলের কর্মকর্তারা এবং ম্যানেজমেন্ট কমিটি যাতে সব ধরনের সহযোগিতা করে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’
‘নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন-পূর্ব সময়ে যাতে শান্তিপূর্ণ অবস্থান থাকে সে জন্য সন্ত্রাসী, মাদকসেবনকারী, যারা নির্বাচনকে ভ-ুল করতে পারে; এই রকম ব্যক্তিকে গ্রেফতার করার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আমরা জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা প্রদান করেছি।’
বিশেষ কোনো অভিযান হবে কি নাÑজানতে চাইলে সচিব বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ওভাবে আলোচনা করিনি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech