ফলাফলে শতভাগ দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমী

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

ফলাফলে শতভাগ দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমী

দিরাই সংবাদদাতা
জুবের সরদার দিগন্ত, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে শতভাগ পাশ করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের একমাত্র এতিম মেয়েদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমী।

ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশ ফিমেইল একাডেমীর ছাত্রীরা শতভাগ কৃতকার্য হয়েছে, বিবিয়ানা কলেজে ৯৯.২৫ ভাগ, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ৭৫.৫৭, দিরাই সরকারি কলেজ ৭৩.১৫ ভাগ, জগদল মহাবিদ্যালয় ৬৫ ভাগ ফলাফল অর্জন করেছে।

গতবার বিবিয়ানা কলেজটি উপজেলার মধ্য সবচেয়ে ভালো ফলাফল করলেও এবার করেছে বাংলাদেশ ফিমেইল একাডেমী।

বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম জানান, ২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৬ জনই কৃতকার্য হয়, তাদের ফলাফল শতভাগ।

বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস জানান, তাঁর কলেজ থেকে ২শত ৬৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬টি জিপিএ-৫সহ ২৬৫জন পাশ করেছে। পাশের হার ৯৯.২৫ ভাগ।

সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস জানান, ১শত ৩১জন শিক্ষার্থীর মাঝে ৯৯জন পাশ করেছে, পাশের হার ৭৫.৫৭ ভাগ।

দিরাই সরকারি কলেজের ভারপ্রপপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস জানান, ৯শত ৯৮জন পরীক্ষার্থীর মাঝে ৭শত ৩০জন কৃতকার্য হয়েছে, পাশের ৭৩.১৫ভাগ।

জগদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পংকজ কান্তি দাস বলেন, ১শত ৪০জন পরীক্ষার্থীর মাঝে কৃতকার্য হয়েছে ৯১জন পাশের হার ৬৫ ভাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর