ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে স্বপ্নীল চৌধুরী নামের সাড়ে ৩বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউচা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শঙ্কর চৌধুরীর ছেলে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জানান, শনিবার দুপুর ১২টার দিকে স্বপ্নীল বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার ছলে বাড়ির সামনে হাওরের পানিতে গিয়ে পড়ে যায়। বেলা ১টার ওই ছেলেকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির সামনে হাওরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech