সুনামগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

সুনামগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা :::
সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় অজ্ঞাত যুবকের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পার্শ্বে কালভার্টের কাছে গলাকাটা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা তাকে খুন করে লাশ ফেলে চয়ে যায়। নিহতের নাম পরিচয় জানা যায় নি। লাশের নাম পরিচয় পেতে ফিঙ্গার প্রিন্টের সাহায্য নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর