নবীনদের ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে হবে : জয়া সেনগুপ্তা

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

নবীনদের ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে হবে : জয়া সেনগুপ্তা

দিরাই সংবাদদাতা
শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এটা সামনে রেখেই ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। নবীনদের ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে হবে। ঐতিহ্য আর গৌরবের ছাত্রলীগকে স্ব-মহিমায় রক্ষা করতে হবে নবীনদের। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে। ছাত্রলীগের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সেদিকে নজর রেখে ছাত্রলীগ কে সুসংগঠিত করতে নবীন প্রবীনদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার দুপুরে পৌর শহরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এ সব কথা বলেন।
কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মারুফ আহমদ জয়ের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই কলেজের সাবেক ভিপি প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, যুবলীগ নেতা কলিম উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, উপজেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পূজা সূত্রধর সুইটি, কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সজীব নূর, আব্দুল্লাহ, মাহমুদ রানা, চরনারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আরমান, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবেদ আলম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর