মৌলভীবাজারে তাবলীগের ইজতেমা স্থগিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮

মৌলভীবাজারে তাবলীগের ইজতেমা স্থগিত

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারে তাবলীগের ইজতেমা স্থগিত করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা ইজতেমা নিয়ে তিন পীয় বৈঠক করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বৈঠকে ৮, ৯ ও ১০ নভেম্বরের অনুষ্ঠিত জেলা ইজতেমা স্থগিতের সিদ্ধান্ত হয়।

কিছুদিন পূর্বে ইজতেমা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে কওমি মাদরাসা ও ওলামা মাশায়েখ পরিষদ। তারা মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত্র মতবাদ প্রচারের জন্য তথাকথিত এই ইজতেমা আয়োজন করেছে দাবী করে আসছে। এটি বন্ধের জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি কামনাও করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ওলামা নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ অন্যান্যরা। এছাড়াও মৌলভীবাজার তাবলীগ জামাতের উভয় পরে নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর