জগন্নাথপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন বিষয়ে সভা

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

জগন্নাথপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন বিষয়ে সভা

জগন্নাথপুর প্রতিনিধি::::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত গুজব প্রতিরোধে শিক্ষার্থী সহ জনগণকে সচেতন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এসআই অনিক চন্দ্র দেব, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হাই, মাওলানা আবু আইয়ূব আনছারী, মাওলানা আম্বর আলী, মাস্টার রুকন মিয়া প্রমূখ। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গুজবে কান দিবেন না। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর