সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর মো.আক্কাছ মিয়া (৪২)। সে বিশ^ম্ভরপুর থানার শিলডোয়ার গ্রামের মৃত মুক্তার উদ্দিন এর পুত্র।
র‌্যাব জানায়,সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুরেশ নগর পয়েন্টে তোফাজ্জল মিয়ার মনিহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৪কেজি ৫০০গ্রাম গাঁজা,১টি মোবাইল ও ২টি সিমসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
লেঃ কমান্ডার ফয়সল আহমদ জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার ফয়সল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর