ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: ছাতকে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে দুদু মিয়া নিজ জমিতে চাষ করতে যান। তখন একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ আরশ আলী ও জয়নাল মিয়া তাকে চাষে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয়ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুদু মিয়া গুরুতর হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech