ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: নগরীর উপশহরস্থ মেট্রোসিটি উইমেন্স কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ সেপ্টেম্বর ( বুধবার) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মাজহারুল হক চৌধুরী সালমান এর সঞ্চালনায় ও কলেজ অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বিজিৎ চৌধুরী। তিনি তাঁর বক্তব্য বলেন, খেলাধুলা শুধু চিত্ত-বিনোদনের মাধ্যম নয়, বরং একজন মানুষ এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন হতে পারেন।
সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারেন। দেশ ও দশের জন্য যশ ও খ্যাতি প্রতিপত্তি আনয়ন করতে পারেন। নিয়াজ মোর্শেদ, মোহাম্মদ আলী, ইমরান খান, মাশরাফি প্রমুখ ব্যক্তি জীবনে কম সম্মান বয়ে আনেননি। কাজেই ব্যক্তিগত ও জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা যথেষ্ট। তিনি বলেন,
মেট্রোসিটি কলেজের শিক্ষার মান ও পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। এ কলেজ সিলেটের নারী শিক্ষা আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করছে।
কলেজের উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিজিৎ চৌধুরী আরো বলেন, দক্ষ ম্যানেজিং কমিটি, সুযোগ্য অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর নিবিড় তত্তাবধানে নারী শিক্ষায় মাইলফলক হিসেবে কাজ করবে এ কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক।
অনুষ্ঠান শেষে প্রতিযোতিায় অংশ গ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের কো-অর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক মো: আলাউদ্দিন আলাল, প্রভাষক শফি উদ্দিন,মোস্তফা শাহাদাত আদনান, বুরহান উদ্দিন রব্বানী, আল আমিন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech