প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

ডেস্ক প্রতিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।বুধবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন। ওইদিন দুপুর সাড়ে ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।’

ওইদিন তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জোটের বিষয়ে আমাদের দফায় দফায় বসতে হবে। এখন আমাদের এঙ্গেজ থাকার কোনো সুযোগ নেই। সংলাপ যখন শেষ হবে, তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দিবেন। সংলাপের ফলাফলের ভিত্তিতে ওই স্পিচ দিবেন তিনি, সেখানে সংলাপ-পরবর্তী সিদ্ধান্তও থাকবে।’

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের একটি চিঠির পরিপ্রেেিত ১ নভেম্বর তাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বম গণতান্ত্রিক জোটের সঙ্গেও সংলাপ করেছেন তিনি। এরপর গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করেন প্রধানমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর