দুর্নীতিবিরোধী চলমান অভিযান জোরদার করার তাগিদ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

দুর্নীতিবিরোধী চলমান অভিযান জোরদার করার তাগিদ

ডেস্ক প্রতিবেদন : ক্যাসিনোসহ অনিয়ম ও দুর্নীতিবিরোধী চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই অভিযান জোরদার করারও তাগিদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
.
কমিটি সূত্র জানায়, বৈঠকে অনিয়ম ও দুনীতির বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে আলোচনাকালে বিস্তারিত তথ্য জানতে চান কমিটির সদস্যরা। জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। এ ক্ষেত্রে পত্রিকায় প্রকাশিত খবরের তেমন কোনো ভুমিকা নেই।
.
সূত্র আরও জানায়, বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষে জননিরাপত্তা বিভাগ ও এর আওতাধীন সংস্থার সমন্বয়ে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংক্রান্ত যুক্তরাজ্যে গঠিত তদন্ত কমিশন ও এর কার্যপরিধির বৃত্তান্ত, পুলিশ বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি সংবলিত তথ্য সংগ্রহ ও প্রামাণ্য চিত্র নির্মাণ করা হবে। প্রতিটি থানায় শিশু, বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ডেস্ক চালু করা হবে। এ ছাড়া ‘৯৯৯’ ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস সেবা আধুনিকীকরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর