চুরির গরু জবাই করে পাচারের সময় আটক ৩

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

চুরির গরু জবাই করে পাচারের সময় আটক ৩

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েক দিন থেকে গরু চুরির খবর পাওয়া গেলেও চুরি হওয়া গরু উদ্ধারের তেমন কোন সংবাদ নেই। আর থাকবেই বা কী করে? চুরেরা যে অভিনব কৌশলে গরু চুরি করছে এতে উদ্ধারের খবর পাওয়ার কোন সুযোগই নেই। এমনই এক অভিনব কৌশল মঙ্গলবার ধরা পড়েছে স্থানীয়দের হাতে।
জানা যায়, জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের পুত্র বাবুল আহমদ প্রায় বছরখানেক থেকে তার শশুর বাড়ী সুলতানপুর ইউনিয়নের মজলী গ্রামের মিরজান আলীর বাড়ীতে থাকে। মঙ্গলবার ভোরে ঘেচুয়া গ্রামের উত্তরে মোকামেরতল নামক স্থানে স্থানীয়রা দেখতে পান ৩ জন লোক ও ২জন মহিলা একটি গরু জবাই করে বস্তাবন্দি করছে। তাৎক্ষণিক যোগাযোগ করে এলাকাবাসী তাদের ঘেরাও করে জকিগঞ্জ থানায় সংবাদ দেন।
একই সাথে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে চুরি হওয়া গরুর মালিক এসে গরুর পা ও চামড়া দেখে গরু সনাক্ত করেন। পরে জকিগঞ্জ থানা পুলিশ সরজমিন থেকে ৩ চোর ও জবাই করা গরুর গোস্ত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গরুর মালিক জকিগঞ্জ উপজেলার হাইল ইসলামপুর গ্রামের রছমান আলীর পুত্র আব্দুল মতিন বাদী হয়ে জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের পুত্র বাবুল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন এর পশ্চিম মুমিনপুর এলাকার হাবিবুর রহমানের পুত্র মাসুম আহমদ ও শষ্যকুড়ি গ্রামের এখলাছুর রহমানের পুত্র জাকির হোসেনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর