ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে সিলেট নগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার সময় নগরের ৪১নং ওয়ার্ডের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র চেয়ারম্যান ও নাজাতুল উম্মাহ একাডেমির প্রতিষ্টাতা আব্দুল মজিদ ফটিকের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক খসরুজ্জমান খসরুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাড. রফিকুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, সিলেট সদর অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও মুরব্বি আব্দুল মান্নান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ডাইরেক্টর ও কাউন্সিলর জাহাঙ্গীর হক, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন, লতিফা শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমীরুল আলম খান দুলাল, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন, স্কুল শাখার প্রধান শিক্ষক কয়েছ আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা. জুম্মান উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আবুল খায়ের, রফিকুল ইসলাম রফু, ফ্রেন্ডস’৯০ এর চেয়ারম্যান আবুল হোসেন রুহেল, ফ্রেন্ডস’৯০ পরিচালক শামিম সিদ্দিকী, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মো. আব্দুল হাছিব প্রমুখ।
সভায় বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমের প্রশংসা করেন পাশাপাশি দেশ বিদেশের সবার সাহায্য সহযোগিতায় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত করোনা মহামারি থেকে শুরু করে সাবেক কুচাই ইউনিয়ন এলাকার মানুষের জন্য প্রবাসিরা কাজ করে যাচ্ছেন। বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, হেল্পিং হ্যান্ডস ডট ইউকে দক্ষিণ সুরমা সাবেক কুচাই ইউনিয়ন বর্তমান ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ডে বিগত সময়ে অসহায়, মানবিক, স্বাস্থ্য, গৃহ নির্মাণ ও মসজিদ, মাদ্রাসার শিক্ষার উন্নয়নে প্রায় কোটি টাকার উপরে অনুদান প্রদান করেছে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech