ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার( ১৪) জানুয়ারী বিকালে বালিজুরি ইউনিয়নের কার্যালয়ে এ কমিটি গঠন সম্পন্ন হয়।
ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং পারভেজ মোশাররফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কল্যাণ সভাপতি সালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি দেলোয়ার হোসেন।
আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য তোফাজ্জল হোসেনকে সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, শামসুর রহমানকে সহ সভাপতি, পারভেজ মোশাররফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক জিয়াউল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, সহ- প্রচার সম্পাদক মুবাশ্বির আলম, ট্রেড ইউনিয়ন সম্পাদক নুর হুসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ ক্রীড়া সম্পাদক সাব্বির আহমদ, তালিমুল কুরআন সম্পাদক জামাল হোসেন, এবং সাহায্য ও পুনর্বাসন সম্পাদক আবুল ফজল।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের প্রকৃত অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রনী ভুমিকা পালন করছে। নায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতি সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠা খুবই জরুরি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech