জালালপুর ইউনিয়ন তালামীযের ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

জালালপুর ইউনিয়ন তালামীযের ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে জালালপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গনে এ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মিজানুর রহমান মুর্শেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল ইসলাম তুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ.উ.ম আব্দুল মুনইম ছাহেব মনজলালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন।
অর্থ সম্পাদক নাজমুল ইসলাম সাদিকের তিলাওয়াত ও সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, জালালপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক শামসুল বিন আপ্তাব,সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার প্রচার সম্পাদক নাজমুল হোসেন রাজন, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, মোগলাবাজার থানা শাখার সভাপতি আব্দুল মুহিত জানু, জালালপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা আশিকুর রহমান, জালালপুর ইউনিয়ন আল ইসলাহ’র অফিস সম্পাদক সিদ্দিকুর রহমান রায়হান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ফজির আলী, জালালপুর ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি ইব্রাহীম আলী ও সাধারণ সম্পাদক এস এম শাকের আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জালালপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, মুরছালিন আহমদ, ইকবাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিফতাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, মাহবুবুর রহমান জামী, প্রচার সম্পাদক লিমান হুসাইন প্রমুখ।
ইউনিয়ন পর্যায়ে সকলের অংশগ্রহনের মধ্য দিয়ে দিয়েই এই অনুষ্ঠান পরিচালনা করা হয়,তারা এই উদ্যোগের মধ্য দিয়েই আগামীর তারুণ্যের মেধা বিকাশ এবং ইসলামি সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে মনে করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর