বাংলাদেশ উন্নয়নে রুল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

বাংলাদেশ উন্নয়নে রুল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

ডেস্ক প্রতিবেদন
সিলেট-৩ আসনের এম.পি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নে রুল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এছাড়াও এ সরকারের আমলে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সফলতা লাভ করছে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রবাসীদের র‌্যামিটেন্স প্রেরণ বেড়েছে। সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসতে হবে।

তিনি বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খালেদুল ইসলাম কোহিনুর এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল আহাদ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা শিক্ষা প্রকৌশলী আব্দুর রব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তজম্মুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য তাজুল ইসলাম বাঙালি, মোঃ মামুন খান, মোঃ মালিকুল ইসলাম, মোঃ শাহীন আহমদ, সাবেক সদস্য আলহাজ মঈন উদ্দিন ও আশরাফ খান, মুরব্বী ছয়ফুল খান, মুরব্বী মঈন উদ্দিন, সোনা মিয়া, জবরুল ইসলাম জগলু, আলী আজগর শামীম, যুবলীগ নেতা নুরুল ইসলাম, নিজাম আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ টিপু, প্রবাসী দুলাল মিয়া ও আফজল হোসেন, বিদ্যালয় সহকারী শিক্ষক হালিমা বেগম, শাহনেওয়াজ, পদ্মা রাণী চৌধুরী, লিয়াকত হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওরানা আব্দুস সুবহান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর