চীনের অর্থে কেনা হচ্ছে রেলের ২০০ কোচ

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

চীনের অর্থে কেনা হচ্ছে রেলের ২০০ কোচ

ডেস্ক প্রতিবেদন : চীনের অর্থায়নে কেনা হবে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ (এমজি) যাত্রীবাহী কোচ। ৯২৭ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে কোচ কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে নন-কনসেসোনাল লোন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। এ প্রকল্পের অনুমোদিত ব্যয়ের ৭১৩ কোটি ৫১ লাখ টাকা দেবে চীনের ক্রেডিট এগ্রিকাল কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকার সরকারের তহবিল থেকে ব্যয় হবে ২১৩ কোটি ৯৯ লাখ টাকা।

.
সোমবার শেরেবাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দফতরে এ কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পে ঋণের সুদহার ২ শতাংশের বেশি হবে না। এটি অনেক আগের প্রকল্প। ২০১১ সালের ২০ এপ্রিল এটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়। এরপর প্রকল্পের ডিপিপি গত ২০১৬ সালের ৪ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়।

.
তিনি আরও বলেন, কিন্তু একটু জটিলতায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে আজকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন খুব দ্রুত এ প্রকল্পটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে। তারপরই প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২০২০ সালের জুনের মধ্যে এসব কোচ রেলের বহরে যুক্ত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর