পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডি-৮ মহাসচিবের বৈঠক

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডি-৮ মহাসচিবের বৈঠক

ডেস্ক প্রতিবেদন  : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে গঠিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) মহাসচিব দাতো কু জাফর কুশারি। বৈঠকে ডি-৮ কে আরও শক্তিশালী করার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

.
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা সফরত (ডি-৮) মহাসচিব দাতো কু জাফর কুশারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় আগামী বছরের শুরুতে ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে অবহিত করেন ডি-৮ মহাসচিব। বৈঠকে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, সমুদ্র অর্থনীতি ইত্যাদি খাতে সহযোগিতা বাড়াতে জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

.
১৯৯৭ সালে উন্নয়নশীল মুসলিম আটটি দেশ নিয়ে গঠিত হয় ডি-৮। সদস্য দেশগুলো হলো-বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে তুরস্কে ডি-৮এর প্রথম শীর্ষ সম্মেলন হয়। ১৯৯৯ সালে ঢাকায় ডি-৮ এর দ্বিতীয় শীর্ষ সম্মেলন হয়। এবার ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলন হবে ঢাকায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর