সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : ২৩ ডিসেম্বর ভোট

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : ২৩ ডিসেম্বর ভোট

ডেস্ক প্রতিবেদন
আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তফসিল ঘোষণা করেন।

সিইসির ভাষণ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

তফসিল অনুসারে ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর।

নির্বাচনে সব দলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘২০১৮ সালের নির্বাচন জনগণের কাছে হাজির হয়েছে। জনগণের হয়ে সব রাজনৈতিক দলকে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা ও উন্নয়নের গতিকে সচল রাখার আহ্বান জানাচ্ছি।’

তিনি নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতাও কামনা করেন।

নূরুল হুদা আশ্বস্ত করেন, ‘নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী ও দল সমান সুযোগ পাবে। সকলের জন্য অভিন্ন আচরণ ও সমান সুযোগ সৃষ্টির অনুকূলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সার্বিক প্রস্তুতি ছাড়াও ইভিএম ব্যবহারের কথা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর