ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার মামলার আসামিদের ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ জঙ্গি হলো – জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। আদালত মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) এর দৃষ্টি আকর্ষণের জন্য আইএসের ব্যানারে এই হামলা চালানো হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech