৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন : চার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি জাহাজের প্রকল্প।

প্রতিটি প্রকল্প সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করেন।

বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে এবং পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছানো হবে।’

জানা গেছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)।

জাহাজগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার (তেলবাহী) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর