ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
‘শোনো সূর্য অস্ত যায় না কখনো/ তুমি যাবে অস্ত যাওয়া বলো / সে তোমার ভ্রান্তি জেনো’…। গণমানুষের কবি দিলওয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী ছিলো বুধবার।
দিবসটির অতি সংক্ষিপ্ত কর্মসূচিতে সকাল দশ ঘটিকায় কবি দিলওয়ার পরিষদের সভাপতি কবি অরুণ ভূষণ দাশ সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কবি দিলওয়ারের মাজার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। প্রার্থনা পরিচালনা করেন কবিপুত্র কামরান ইবনে দিলওয়ার।
এছাড়া কবি দিলওয়ার পরিষদের ২০১৯ এবং ২০২০ সনের কার্যকরী কমিটি গঠন করা হয়। পরিষদটির গঠনতন্ত্রের পুরনো কাঠামোয় ফিরে গিয়ে নয়া কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির কার্যকরী পরিষদে রয়েছেন সভাপতি কবি ও এডভোকেট অরুণ ভূষণ দাশ, সহ-সভাপতি প্রাবন্ধিক ও সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন, সাধারণ সম্পাদক কামরান ইবনে দিলওয়ার, সহকারী সম্পাদক সাইফুদ্দিন আহমদ শাবিল, কোষাধ্যক্ষ হাফসা খানম, সাংগঠনিক সম্পাদক বিজন ভূষণ দেব এবং পাঁচ নির্বাহী সদস্য যথাক্রমে-কবি ও অধ্যাপক মামুন রশীদ, মো: ফখরুল ইসলাম, আব্দুল হাই শ্যামল, আব্দুল হাদী তুহিন ও জাহেদুল আলম খান।
উল্লেখ্য যে, বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অন্যতম জনক ও প্রধানতম কবি দিলওয়ার ২০১৩ সালের ১০ই অক্টোবর ইহলোক ত্যাগ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech