ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :পরবর্তী ক্লাইমেট ভালনারেইবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেওয়া প্রস্তাব গ্রহণ করে আগামী বছর সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (০২ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইনের (Hilda Heine) দেওয়া প্রস্তাব গ্রহণ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই যদি চায় তাহলে তিনি সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।*
উল্লেখ্য, সিভিএফ ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন সিভিএফ’র বর্তমান প্রেসিডেন্ট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech