ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
ক্রীড়া ডেস্ক :: বিপিএলে জয়ের ধারা ধরে রাখতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে লড়বে ঢাকা প্লাটুন।
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায়, কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস।
বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে সিলেট থান্ডার। এবারের আসরের শুরুটা ভালো হয়নি মোসাদ্দেকদের। টানা হারে কোণঠাসা সিলেট। অবশেষে খুলনাকে হারিয়ে পেয়েছিলো প্রথম জয়ের দেখা।
জীর্ণ জড়া ভুলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায় সুরমা পাড়ের দলটি। দলের সবাই আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় এ ম্যাচে ঢাকা প্লাটুনকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ হার্শেল গিবস শীষ্যরা।
তবে সিলেটের স্বপ্ন এত সহজে বাস্তবে রূপ দিতে নারাজ ঢাকা। শেষ ম্যাচেই কুমিল্লাকে হারিয়ে দারুন ছন্দে আছেন তারা। দারুণ ফর্মে আছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তামিমও। কাণ্ডারির ভূমিকায় মাশরাফী থাকায় চটগ্রাম পর্বের শেষটায় জয়ের হাসি হেসেই পয়েন্ট টেবিলের নিজেদের এগিয়ে নিতে চায় ঢাকা প্লাটুন।
আরেক ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী। আসরের শুরু থেকেই উড়ছিল পদ্মা পাড়ের দলটি। মাঝে ছন্দপতন কাটিয়ে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আন্দ্রে রাসেলের দল। ক্যারিবীয় তারকার অলরাউন্ড নৈপুণ্যে খুলনাকে ৭ উইকেটে হারায় রাজশাহী।
চার ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সেরা বোলারও রাসেল। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন রাইলি রুশো, লিটন দাসরা। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রাজশাহী। এ ম্যাচেও কুমিল্লার বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় আন্দ্রে রাসেলরা।
অন্যদিকে শেষ ম্যাচে ঢাকার কাছে হেরে ব্যাকফুটে আছে কুমিল্লা ওয়ারিয়র্স। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দাশুন শানাকারা। তাই নিজেদের ভাগ্য ফেরাতে রাজশাহীকে হারাতে মরিয়া কুমিল্লা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech