বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক :: আগামী বছর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে ওয়ানডের সঙ্গে টেস্টও খেলার কথা ছিল টাইগারদের। তবে আর্থিক অসঙ্গতির কারণে টেস্টটি খেলতে অপারগতা জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। তার পরিবর্তে আইরিশরা খেলতে চায় টি-টোয়েন্টি সিরিজ।

তবে টেস্ট বাতিল হলেও ওয়ানডে সিরিজ আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। ইতিমধ্যে সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী বছরের ১৪ মে। এরপর ১৬ এবং ১৯ মে বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচেরই ভেন্যু স্টরমন্টে।

এদিকে, একমাত্র টেস্টের বদলে আইরিশরা টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেই সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজটি হতে পারে চার ম্যাচের। সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের মাঠে। কেননা এই সময়টায় নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার করবে আইরিশরা। সিরিজটি শুরু হতে পারে মে মাসের শেষ সপ্তাহে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর