ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ১১ জানুয়ারি থেকে শুরু হবে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা। ওই দিন বিকেলে হবিগঞ্জ শহরের নিউফিল্ডে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
মেলায় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে দেওয়া হবে ফ্রি স্টল। মেলায় হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর স্টল থাকবে। মেলায় থাকবে বিনোদনের ব্যবস্থা। মেলায় ১০০টি স্টল থাকবে। নতুন নতুন রাউড আনা হবে এখানে। পাশাশি যাদু ভূতের বাড়ি নামে নতুন আকর্ষণ যোগ করা হয়েছে মেলায়।
বুধবার দুপুরে হবিগঞ্জ চেম্বার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চেম্বার প্রেসিডেন্ট ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এই তথ্য জানান। তিনি আরো জানান, মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে থাকবে সিসি ক্যামেরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হবে।
চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিয়াজুল বর চৌধুরী, দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, ফজলে রাব্বি রাসেল, মফিজুর রহমান বাচ্চু, কাওসার আহমেদ জনি, সিদ্ধার্থ শংকর রায় পিনাক, জয়নাল আবেদনী ও সাজিদুর রহমান পন্ডিত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech