সিলেট সদর উপজেলার শাহজালাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন-এর সিলেট জেলা সেক্রেটারি আবু হুরায়রা জাবের চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন অতিথিরা। এসময় সবাই পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।