তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ গাঁজাসহ আটক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ গাঁজাসহ আটক

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ও গাজাসহ আটক করেছে বিজিবির জোয়ান ।
২২ জানুয়ারি বুধবার দুপুর ১টায় চানঁপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।
অপর দিগে চাঁনপুর বিওপির টহল দল ২১ জানুয়ারি রাত ৯ টায় সীমান্ত পিলার ১২০২/১২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৭ কেজি ভারতীয় গাঁজা আটক করে। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মিসবাহ উদিন রাসেল এর সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত ভারতীয় মদ ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর