নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক প্রতিবেদন : বিশিষ্ট কার্ডিওলজিস্ট সিলেট হার্ট ফাউন্ডেশনে চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন বলেছেন, মন ও মননের বিকাশে খেলাধূলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি সমিতির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক সংগঠনের পাশাপশি চিত্তবিনোদনের লক্ষ্যে আমাদের এই উদ্যোগে সফল হয়েছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং সমিতির সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ২৫ জানুয়ারী শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় অবস্থিত মাথিউরা চা বাগান প্রাঙ্গনে দিনব্যাপী বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট কলামিস্ট এডভোকেট আনসার খান, মৌলভী বাজার স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের ইঞ্জিনিয়ার মনিরুল হক মনির, প্রফেসর আব্দুল হাই, আবু সায়েম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল করিম দলা মিয়া, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, মনসুর ঘোরী, এডভোকেট জোছনা ইসলাম, এস আর চৌধুরী সেলিম, শাহ মনসুর আলী নোমান, রুহেল চৌধুরী, ডা,আজাদ আলী সুমন, শাহ মোস্তাকিন, সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, রাজেশ দাশ রাজু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর