ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
ডেস্ক প্রতিবেদন : নিজ এলাকা দক্ষিণ সুরমার জালালপুরবাসীর বিপুল সংবর্ধনায় অভিষিক্ত হয়েছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী সম্পাদক, শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী ময়নুল হক চৌধুরী হেলাল। এলাকার শিক্ষা ও সমাজের উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদানের কথা স্বীকার করে এ ধরনের উন্নয়ন ও সমাজহিতৈষী কাজ অব্যাহত রাখতে আহবান জানান সংবর্ধনার আয়োজনকারী জালালপুরবাসী। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক খালেদ আহমদ, সৈয়দ আলী হোসেন ইমানী এবং অপু আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, সিলেট জেলা পরিষদের সদস্য লুকন মিয়া, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীল ফয়জুল হক ইকবাল, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, বৈরাগী বাজার উচ্চ বিদ্যায়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শহিদুর রহমান শাহিন ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, এম এ শহিদ পংকি, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মালিক মল্লিক, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান, আওয়ামীলীগ নেতা জয়নাল আহমদ, জালালপুর কিন্ডার গার্টেনের পরিচালক মাওলানা ইমদাদুর রহমান খান, মধ্যপ্রাচ্য প্রবাসী সালেহ আহমদ শাহীন, জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মীর মতিউর রহমান, ছাত্রলীগ নেতা শিপন আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মানিক আল মুবিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech