দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির লিটন, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম.এ খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর ও খায়রুল আমিন রাফসান।

.
সভার শুরুতে নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধন্ত গ্রহণ করা হয়। সভায় প্রেসক্লাবের উন্নয়ন, কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে প্রেসক্লাব সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর