বড়ভাগা নদী খনন নিয়ম মেনে করার দাবীতে দক্ষিণ সুরমায় মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

বড়ভাগা নদী খনন নিয়ম মেনে করার দাবীতে দক্ষিণ সুরমায় মানববন্ধন

ডেস্ক প্রতিবেদন : সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বড়ভাগা নদী খনন কাজ চালু ও দু’পাড়ের তীর সংরক্ষণের দাবীতে ২৯ জানুয়ারি বুধবার বাদ আছর জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাষ্টার শাহ নূরুল হুদা সুজেলের পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিষদের উপদেষ্টা শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।

.

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, সিলেট জেলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোঃ ইরশাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালপুর বাজার কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান সুফন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাওলানা লোকমান আহমদ হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা পীর এমরুল হক নোমান, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, জালালপুর বাজার ছাত্র কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজির আহমদ, শাহিন আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মনির সিরাজী, শাহ শফিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ জয়নাল আবেদীন, সদস্য ইউসুফ আলী, সুনিল চন্দ্র দেব, মোঃ ইকবাল খান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাদির, আব্দুল খালিক, শাহ মোঃ মকদ্দস আলী, সুরমান আলী, আব্দুল কাদির, আব্দুস শহীদ, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর