ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটি ও স্বপ্ন পূরণ একতা যুব সমিতির এক মতবিনিময় সভা গত ৪ ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল মুছব্বিরের বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মুছব্বির এর সভাপতিত্বে ও সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সেক্রেটারী হারুন মিয়া। সভায় স্বপ্ন পূরণ একতা যুব সমিতির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিগত ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক। পরে সমিতির সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ সহ নেতৃবৃন্দ আয়-ব্যয়ের খাতা ও উদ্বৃত্ত নগদ অর্থ মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মুছব্বির এর হাতে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ। এছাড়াও গ্রামের হাফিজ ফরহাদ আহমদ, সাহেদ আহমদ, আজাদ আহমদ প্রমুখ।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা শেষে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্যোগে ফেব্রæয়ারি মাসের মধ্যে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালন করেন দারুল আরকাম ইফতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech