ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১০ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, দক্ষিণ সুরমা থানার সাব ইন্সপেক্টর রাজিব, মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর দীপক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা চুনু মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, তেতলী ইউ/পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া, কামাল বাজার ইউ/পি প্রশাসক তন্ময় আদিত্য, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগম, মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা শিব্বির আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ কর্মকর্তা সঞ্জয় ভৌমিক প্রমুখ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্ট প্রকাশ করে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযগ্যে মর্যাদার সাথে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech