দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভা

ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় নবগঠিত কমিটির প্রথম সভা ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হাজী ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শহিদুর রহমান শাহিন, হাজী আব্দুস সত্তার, ও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ও নুরুজ্জামান, কোষাধ্যক্ষ আলী আহমদ খান, প্রচার সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ, দপ্তর সম্পাদক মুস্তাকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদকহ আলতাফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহেদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার আলম মিথুন, সদস্য নুরুল ইসলাম ইছন, বদরুল ইসলাম, ইকবাল আহমদ, লোকমান আহমদ, নন্দন চন্দ্র পাল, সেলিম আহমদ, আব্দুল আহাদ ইসলাম, আবুল কালাম, আলী আহমদ, মুহিব উদ্দিন, জয়নাল আবেদীন, শাহাব উদ্দিন, সায়েম আহমদ, মানিক আহমদ, মিজানুর রহমান, আবুল হোসেন প্রমুখ।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও আগামী মার্চ মাসে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর