ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৩০ কেজি গাঁজা জব্দ ও ২মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, সোমবার সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নের্তৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার গাজীগঞ্জ বাজারে হাজী আসাদুল্লাহ ভেরাইটিজ স্টোর এর সামনে থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মোঃ ইমন আলীর পুত্র জুয়েল মিয়া(২৬), চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের আলী হোসেনের পুত্র তাহের মিয়া (২৫)। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech