জাসদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন লোকমান আহমদ ও কিবরিয়া

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

জাসদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন লোকমান আহমদ ও কিবরিয়া

ডেস্ক প্রতিবেদন : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতিসন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ লোকমান আহমদ। গত শনিবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কাউন্সিল অধিবেশনে তাকে এই পদে মনোনীত করা হয়। এর আগে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পর্যায়ক্রমে জাসদের সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও, লোকমান আহমদ সিলেট জেলা জাসদের পরপর দু’বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন দলের সদ্য সাবেক সদস্য শামীম আখতার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর