পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সমাবেশ গণশুনানি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সমাবেশ গণশুনানি

ডেস্ক প্রতিবেদন :: বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের অন্যতম সেবা খ্যাত হচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের বিশেষ উদ্যোগের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে গেছে। শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি ছিল বড় ধরনের একটি চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ আজ বাস্তবে রুপ নিচ্ছে। সরকার বিদ্যুৎ বিভাগের উন্নয়নের লক্ষে যেসব পদক্ষেপ গ্রহন করেছে তা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতা খুবই প্রয়োজন।

.
অতিরিক্ত সচিব ৯ মার্চ সোমবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে সমিতির গ্রাহক সেবা সমাবেশ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিদ্যুৎ হচ্ছে আমাদের উন্নয়ন ও উৎপাদনের চালিকা শক্তি। বিদ্যুৎ বিভাগকে গুরুত্ব না দিয়ে উন্নয়নের কথা চিন্তা করা যায়না। তাইতো দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিভাগের উন্নয়নে সবচেয়ে বেশি প্রধান্য দিয়েছেন। যার ফলে আজ বাংলাদেশের গ্রাম আর শহরের মধ্যে তেমন পার্থক্য নেই। এখন বিদ্যুৎ বিভাগে লোডশেডিং নেই, লাইন নির্মাণ, সংস্কার আর উন্নয়ন কার্যক্রম চলাকালিন সময়ে বিদ্যুৎ লাইন বন্ধ রাখতে হয়। বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করণে পল্লী বিদ্যুৎ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে যেভাবে বিদ্যুতের উন্নয়নে কাজ চলছে তা আগামীতে বড় ধরনের সুফল বয়ে আনবে।

.
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদের পরিচালনায় গনশুনানি অনুষ্ঠানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধিন এলাকার ৮টি উপজেলার গ্রাহকদের পক্ষ থেকে অনেকেই তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) ফকির শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী এসএম হাসনাত হাসান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইরামন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, আরইবির সিলেটের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম (কারিগরি) প্রকৌশলী কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, গ্রাহক বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সমাজসেবী হাজী বাবুল মিয়া, আতিকুর রহমান, সেলিম আহমদ মেম্বার, সাহেল আহমদ চৌধুরী মেম্বার, রাজু মিয়া, সেলিম আহমদ, জাহেদ হোসেন, দুলাল হোসেন, বেলাল আহমদ, রুহুল আমীন, রাজু মিয়া, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মালিক। অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল, বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, ওসমানী নগর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, সদর দপ্তরের এমজিএম লতিফুর রহমান প্রমুখ। গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ১৭ জন গ্রাহক বক্তব্যে অংশ গ্রহন করেন।
বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গ্রাহকদের বিভিন্ন বিষয়ে বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ^াস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর